শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৫ জুন পর্যন্ত

সিলেট মিরর ডেস্ক


মে ২৮, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
০২:২৩ পূর্বাহ্ন



শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৫ জুন পর্যন্ত

শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৫ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার (২৭ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমনিতেই শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৫ জুন পর্যন্ত বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৫ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বুধবার বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের ভালোর জন্য এ সিদ্ধান্ত।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। সেটাকেই তারা যথাযথ দিকনির্দেশনা বলে মনে করছেন। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিদ্যমান অবস্থায় রাখা এবং ছাত্রছাত্রীদের বাসায় রেখে লেখাপড়ার ব্যবস্থা বা বিকল্প পাঠদানের চিন্তা চলছে।

জেএসএস-০৩/এনপি-২৫