পেছানো হবে মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক পরীক্ষা

সিলেট মিরর ডেস্ক


মে ২৯, ২০২০
০৩:১৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
০৩:১৮ পূর্বাহ্ন



পেছানো হবে মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক পরীক্ষা

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধ-বার্ষিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ডিএসএইচই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, অর্ধবার্ষিক এবং এসএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে ২৪ জুন শেষ হওয়ার কথা।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক একটি গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, অর্ধ-বার্ষিক পরীক্ষাসহ স্কুলের অন্যান্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।’

তিনি জানান, শিগগির এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সারাদেশে বিদ্যালয়গুলোতে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৯০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।

করোনাভাইরাসের কারণে প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংকটের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষাও বাতিল করা হয়েছে।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়ে ৩১ মে পর্যন্ত নেওয়া হয়েছে এবং এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পেছানো হয়েছে।

জেএসএস/বিএ-১২