রোহিঙ্গাদের রাখার বাধ্যবাধকতা বাংলাদেশের নেই : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


জুন ১০, ২০২০
০৫:৫৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০৫:৫৪ পূর্বাহ্ন



রোহিঙ্গাদের রাখার বাধ্যবাধকতা বাংলাদেশের নেই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গাদের রাখার বাধ্যবাধকতা বাংলাদেশের নেই। রোহিঙ্গারা আমাদের নাগরিক নয়, এ কারণে আমাদের বাধ্যবাধকতাও নেই। তারা যেখানে আছে, সেখানকার সরকার যা ইচ্ছা করুক।’

নিজেদের সমুদ্রসীমায় ঢুকে পড়া একটি নৌকা থেকে ৩০০ রোহিঙ্গা শরণার্থীকে আটকের পর তাদের ফেরত নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছে মালয়েশিয়া। এর প্রেক্ষিতে এই জবাব দিয়েছেন ড. মোমেন। আজ মঙ্গলবার (৯ জুন) ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরামের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। 

রোহিঙ্গাদের দায়-দায়িত্ব অন্য দেশকেও নেওয়ার পরামর্শ দিয়ে ড. মোমেন বলেন, ‘আমরা আগে থেকে বলে আসছি, যারা রোহিঙ্গাদের বিষয়ে ভাবেন এবং তাদের ভালো রাখতে চান, তারা এদের নিতে পারেন। যারা সেসব দেশে গিয়ে ওই দেশের সদস্য হিসেবে অবদান রাখতে পারে।’

এনপি-০৩