বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ৩১, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন



বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের দাফন সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 

রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণের বারকোট মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাযা পূর্বে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে। 

এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক রুহেল, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির আহ্বাহক কমিটির সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির আহ্বাহক কমিটির সদস্য মসিউর রহমান মুহি, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান উতু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, রুহিন আহমদ খান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, লক্ষনাবন্দ ইউপি আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকুর রহমান, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ছালিক উদ্দিন, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছলু চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফরহাদ মোহাম্মদ রুবেন, আবু সুফিয়ান আজম, রুমেল সিরাজ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ প্রমুখ। 

উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার রোববার সকাল ৭টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এফএম/বিএ-২০