খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২০
০৮:১৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
১২:১২ অপরাহ্ন
ছয় বছর নতুন রাজ পেল ইউএস ওপেন। গত রাতে অনুষ্ঠিত ফাইনালে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে চ্যাম্পিয়ন হন ডমিনিক থিম। জার্মানির আলেক্সান্দার জেভরেভকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।
সোমবার নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে অনুষ্ঠিত হওয়া ম্যাচে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত দ্বিতীয় বাছাই থিম পঞ্চম বাছাই জেভরেভকে হারান ৩-২ সেটে। চার ঘণ্টা এক মিনিটের রোমাঞ্চকর ফাইনালে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে জিতে চ্যাম্পিয়ন হন তিনি।
১৬ বছর পর কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের প্রথম দুই সেট হেরেও চ্যাম্পিয়ন হওয়ার নজির স্থাপন করলেন থিম। সবশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন আর্জেন্টিনার গ্যাস্তন গাউদিও। ২০০৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। আর ইউএস ওপেনে এমন ঘটনা ঘটেছিল ৭১ বছর অগে! সেবার চ্যাম্পিয়ন হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পাঞ্চো গঞ্জালেস।
এদিকে, ছয় বছর নতুন রাজ পেল ইউএস ওপেন। এর আগে ২০১৪ সালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচ শিরোপা জিতেছিলেন। বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও অ্যান্ডি ম্যারে এবারের আসরে ছিলেন না। বিশ্ব টেনিসের বিগ ফোরে'র নোভাক জকোভিচ অংশ নিলেও মহিলা জাজের উপর বল মেরে বহিস্কার হন। ফলে নতুনদের সামনে শিরোপা জেতার সুযোগ আসে।
এএন/০৪