সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২০
০১:০৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
০১:০৩ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাকে আবারো ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবীর। তিনি জানান, স্যারের অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিনী অধ্যাপক শাহেদা রফিক।
এএফ/০২