ধর্ষকদের বিচারের দাবিতে যুব ও ছাত্রমৈত্রীর সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৩, ২০২০
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০১:৫২ পূর্বাহ্ন



ধর্ষকদের বিচারের দাবিতে যুব ও ছাত্রমৈত্রীর সমাবেশ

দেশব্যাপী ধর্ষণ, খুন, নারী-শিশু নির্যাতন ও পুলিশের হেফাজতে যুবক খুনসহ সকল প্রকার দুর্নীতির প্রতিবাদে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ সেøাগানে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্র মৈত্রী সিলেট শাখা। গতকাল সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি সিকন্দর আলী বলেন, ‘করোনা মহামারীর এই সংকটময় মুহূর্তে বিশ্ববাসী যখন শঙ্কিত, লাখো নারী-পুরুষ যখন কর্মহীন, বিশ্ব অর্থনৈতিক মন্দা যখন চরম আকার ধারণ করেছে, ঠিক সে সময়ে দেশব্যাপী ক্রমাগতভাবে বেড়েছে নারী নির্যাতন। শিশু থেকে শুরু করে কোনো নারী আজ নিরাপদ নন। নারীরা আজ পরিবারে, কর্মক্ষেত্রে, পরিবহনে, মাদরাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদে চলতে পারছেন না। অথচ স্বাধীনভাবে চলাফেরা করা নারীর সাংবিধানিক অধিকার।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশ্রয়ে-প্রশ্রয়ে ছাত্র নামধারী কুলাঙ্গাররা দেশের ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে কলঙ্কিত করেছে। বিচারহীনতার সংস্কৃতি ও বিচারের দীর্ঘসূত্রিতা এবং গডফাদারদের আশ্রয়ে-প্রশ্রয়ে এসব নরপশু ধর্ষণ, খুন, ইভটিজিং, ছিনতাইয়ের মতো অপরাধ করার সাহস পাচ্ছে।’

তিনি গণধর্ষণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যুব মৈত্রী সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ছাত্রমৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, সিলেট জেলার যুগ্ম আহ্বান আব্দুল্লাহ খোকন, সৌমিত্র সেন মিহির, সদস্য হিমেল আলম চৌধুরী, রুহুল আমীন, সেলিম আহমদ, ফজর আলী, সোহাগ আহমদ, ছাত্রমৈত্রীর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, সদস্য মুহিবুর রহমান, খাজাঞ্চি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, লয়লুছ আলী হৃদয়, মিলন উরাং প্রমুখ।

বিএ-০৬