ফাউসিকে রেখে ট্রাম্পকে বরখাস্ত করবেন বাইডেন!

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক থেকে


নভেম্বর ০৩, ২০২০
০৯:০৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০৯:০৮ অপরাহ্ন



ফাউসিকে রেখে ট্রাম্পকে বরখাস্ত করবেন বাইডেন!

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের করোনা সংক্রমণ ছড়ানোর নির্বাচনী প্রচারণার কঠোর সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পুননির্বাচিত হলে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসিকে বরখাস্ত করার হুমকির তীব্র সমালোচনা করেছেন ওবামা। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন, তাঁর কাছে এরচেয়ে ভালো বুদ্ধি আছে।

জো বাইডেন বলেছেন, আমাকে নির্বাচিত করুন। ডা. ফাউসিকে রেখে আমরা ডোনাল্ড ট্রাম্পকে বিদায় করবো।

জর্জিয়া রাজ্যের আটলন্টায় সোমবার ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচার সভায় দেওয়া বক্তৃতায় বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের প্রচার সভাগুলোকে, ‘কোভিড সংক্রমনের ভ্রমণ’ বলে উল্লেখ করেন। মানুষকে নিরাপদ রাখার চেয়ে নিজের জনসভায় বেশি মানুষের উপস্থিতি দেখানোকে ট্রাম্প গুরুত্ব দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। ওবামা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডা. ফাউসি ট্রাম্প প্রশাসনের মধ্যে অল্পকিছু লোকের মধ্যে একজন যিনি কোভিড মহামারীকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। অথচ ট্রাম্প পুননির্বাচিত হলে ডা. ফাউসিকে বিদায় করে দেবেন বলেছেন।’

সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন সংক্রমণ নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে করা হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। এ কাজে তাদের যে লোকটি সাহায্য করতে পারেন, তাঁকেও চাকুরিচ্যুত করার কথা বলা হচ্ছে। জর্জিয়াবাসীকে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ট্রাম্প প্রশাসন আরও কতো খারাপ হতে পারে তা এখনো দেখার অপেক্ষায়!’  

অন্যদিকে ওহাইয়োর ক্লিভল্যান্ডে দেওয়া বক্তৃতায় জো বাইডেন বলেছেন, এটা কি আশ্চর্যের নয় যে ট্রাম্প বলেছেন ডা. ফাউসিকে চাকরিচ্যুত করবেন। তাঁর কাছে ভালো বুদ্ধি আছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমাকে নির্বাচিত করেন। আমরা ফাউসিকে রেখে ট্রাম্পকে বহিষ্কার করব।’

পহেলা নভেম্বর ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসিকে বরখাস্ত করার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। প্রচারণা সমাবেশে স্লোগান দিতে থাকা সমর্থকদের উদ্দেশ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘কাউকে বলবেন না, নির্বাচনের পর কয়েকটা দিন আমাকে অপেক্ষা করতে দিন। আমি আপনাদের এ পরামর্শকে স্বাগত জানাই।’

পরে ট্রাম্প দাবি করেন, ‘ফাউসি একজন দারুণ মানুষ, তবে তিনি অনেক ভুল করেছেন।’ 

যুক্তরাষ্ট্রে গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দুই লাখ ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাস সংক্রমণে। এখন পর্যন্ত প্রায় এক কোটি লোকের সংক্রমনের কথা জানানো হয়েছে। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও সবচেয়ে বেশি সংক্রমণের দেশ যুক্তরাষ্ট্র।

মহামারীতে মৃত্যুর পাহাড়ে দাঁড়িয়ে কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্রের লোকজন তাদের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাচ্ছে। মহামারীর কারণে এবারে আমেরিকার অধিকাংশ লোকজন আগাম ভোট দিয়ে দিয়েছেন। এবারের নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের সঙ্গে আলোচনায় ছিলেন ডা. অ্যান্টনি ফাউসিও।

 

ইসিকে-০২/এএফ-০৫