সিলেট মিরর ডেস্ক
মে ১১, ২০২৪
০৮:১৫ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২৪
০৮:১৮ পূর্বাহ্ন
পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে এবার আনুষ্ঠানিকভাবে বলে দিলেন, চলতি মৌসুমের পর পিএসজিতে আর থাকছেন না তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও বার্তা পোস্ট করেন এমবাপ্পে। সেখানেই চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার বিষয়টি জানান তিনি।
ভক্তদের উদ্দেশে এমবাপ্পে বলেন, ‘আমি সব সময় বলেছি সময় হলে আমি নিজেই আপনাদের বলব। সেই সময় এসেছে। এ বছরের পর আমি আর (পিএসজির সাথে চুক্তির মেয়াদ) বাড়াচ্ছি না। আগামী রোববার পার্ক দে প্রান্সে আমি (পিএসজির জার্সিতে) শেষ ম্যাচ খেলব।’
তিনি বলেন, ‘পিএসজির সাথে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। ফ্রান্সের সেরা তো বটেই, বিশ্বের অন্যতম সেরা এ ক্লাবটির জার্সি গায়ে দীর্ঘদিন খেলার সুযোগ হয়েছে আমার। বিশ্বের সেরা খেলোয়াড়দের অনেকের সাথেই আমাকে খেলার সুযোগ করে দিয়েছে পিএসজি। এখানেই আস্তে আস্তে বড় হয়েছি। খেলোয়াড় হিসেবে অনেক কিছু শিখেছি, শিখেছি মানুষ হিসেবেও।’
এ সময় পিএসজিতে তার সাবেক ও বর্তমান কোচ এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমবাপ্পে বলেন, ‘আমি কখনোই ভাবিনি ক্লাব ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়া এত কঠিন হবে। এখানে সাত বছর ধরে আছি। নিজের দেশ, প্যারিস ছেড়ে যাওয়াটা সত্যিই কঠিন। তবে এখন মনে হচ্ছে নতুন চ্যালেঞ্জ নেয়ার সময় এসেছে।’
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘এতগুলো বছর ধরে আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছেন, অনেক সময় হয়তো তার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি সবসময়ই নিজের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের ভালোবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করেছি। আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি সবসময় আপনাদের সাথে কাটানো স্মৃতি আমার হৃদয়ে রাখব।’
নিজের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে কিছু না বললেও ইউরোপিয়ান ফুটবল দেখা বেশিভাগ মানুষই জানেন, রিয়াল মাদ্রিদই হতে চলেছে তার নতুন ঠিকানা।
গত কয়েক মৌসুম ধরে এমবাপ্পেকে দলে টানতে কী চেষ্টাটাই না করেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পেকে প্যারিসের ক্লাবটিতে ধরে রাখতে ফ্রান্সের প্রেসিডেন্ট, কাতারের আমিরের মতো উচ্চ পর্যায়ের মানুষেরাও হস্তক্ষেপ করেছেন বলে গুঞ্জন শোনা গেছে। তবে নতুন করে পিএসজির সাথে আর চুক্তির মেয়াদ বাড়াতে চাননি এমবাপ্পে।
রোববার তুলুজের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবেন এমবাপ্পে। সেখানেই ভক্তদের কাছ থেকে শেষ বিদায় নেবেন তিনি।
এমবাপ্পের ঘোষণার পর ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো এক্স-এ একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন।
সেখানে তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সাথে এমবাপ্পের চুক্তির বিষয়ে আলোচনার সবকিছুই প্রায় চূড়ান্ত। তবে ২০১৯ সালে রিয়াল যে বেতন কাঠামো প্রস্তাব করেছিল, সেটি পাচ্ছেন না এ ফরাসি তারকা।’
ইতালিয়ান এই সাংবাদিক জানিয়েছে, মাদ্রিদের কোন বাড়িতে তিনি থাকবেন, তাও নাকি ঠিক হয়ে গেছে।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপ্পে। পরের বছরই তাকে কিনে নেয় প্যারিসের দলটি। পিএসজির জার্সিতে ৭ মৌসুমে ছয়টি লিগ আঁ শিরোপা, তিনটি ফরাসি কাপসহ আরো অনেক ট্রফি জিতেছেন তিনি। তবে পিএসজির মতো এমবাপ্পের কাছেও অধরা থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি।
সবশেষ চলতি মৌসুমেও সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নভঙ্গ হয় পিএসজির।
প্যারিসের এ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। ১০৮টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
জিসি / ০৭