সিলেটের নতুন স্টেডিয়ামের উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিবেদক


জানুয়ারি ২৩, ২০২১
০২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
০২:১৫ অপরাহ্ন



সিলেটের নতুন স্টেডিয়ামের উদ্বোধন আজ

সিলেটের নতুন ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হচ্ছে আজ শনিবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই নির্মিত হয়েছে সিলেটের নতুন ক্রিকেট স্টেডিয়াম। বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম থেকে নতুন স্টেডিয়ামের উদ্বোধন করা হবে। উদ্বোধন করা হবে জেলা স্টেডিয়ামের নতুন ভবনেরও।

প্রায় ৩ একর জমিতে নির্মিত স্টেডিয়ামটির উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উপস্থিত থাকবেন। আউটার স্টেডিয়াম নাম নিয়ে নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে ‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২’ নাম ধারণ করেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব-দক্ষিণ দিকে নির্মিতব্য এই স্টেডিয়ামটিকে সিলেট গ্রাউন্ডস-২ নাম দিয়েছে বিসিবি। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে সিলেট গ্রাউন্ডস-১ নাম করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে এরই মধ্যে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘শুরুতে আউটার স্টেডিয়াম নাম দেওয়া হলেও এখন সেটা পরিবর্তন করা হচ্ছে। এর মধ্যে আমরা এটি সিলেট গ্রাউন্ড-২ নামকরণ করেছি। স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার জন্য আইসিসির কাছে অনুমোদন চাওয়ার প্রক্রিয়াগুলোও শুরু করেছি।’

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই স্টেডিয়াম। ক্রিকেটারদের অনুশীলনের জন্য আউটার স্টেডিয়াম হিসেবে নির্মিত হলেও আন্তর্জাতিক মানের সকল সুযোগ-সুবিধা থাকায় এনএসসি ও বিসিবি মাঠটিকে আন্তর্জাতিক মাঠের মর্যাদা দেওয়ার জন্য এরই মধ্যে আইসিসিতে আবেদন করেছে।

আরসি-০৬