সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০১, ২০২১
০১:৪৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২১
০১:৪৭ অপরাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত “বাংলাদেশ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২১” এর দ্বৈত (পুরুষ) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় মাঙাল সিংহ ও মিজান। একই সঙ্গে একক (পুরুষ) বিভাগে রানারআপ হন মাঙাল সিংহ।
এদিকে, এই অর্জনে সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, আফজাল রশিদ চৌধুরী, ফেরদৌস চৌধুরী রুহেল ও মঈন উদ্দিন আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, কার্যনির্বাহী সদস্য জুনেদ আহমদ, শমসের জামাল, আব্দুর রকিব, রেজওয়ান আহমদ, দীপাল কুমার সিংহ, সৈয়দ তকরিমুল হাদী কাবী, আবু আনাম মোহাম্মদ মিরাজ (জাকির), সমর চৌধুরী, নুরে আলম খোকন, মাহমুদ হোসেন শাহীন, হাজী মিলাদ আহমদ, ফাহমিন মুর্শেদ চৌধুরী বাবু, মোঃ রাজ্জাক হোসেন, মস্তাক আহমদ পলাশ, মারিয়ান চৌধুরী মাম্মী ও হাসিনা মহীউদ্দিন শীরু।
এএন/০১