ধোনির মাইলফলকের ম্যাচে চেন্নাই'র জয়লাভ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৭, ২০২১
০৪:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৪:৫০ পূর্বাহ্ন



ধোনির মাইলফলকের ম্যাচে চেন্নাই'র জয়লাভ

 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২১ রান করে জিতেছিল পাঞ্জাব কিংস। গতকাল শুক্রবার একই মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১০৬ রান করে ৪ উইকেটে হারল প্রীতি জিনতার পাঞ্জাব! নিজেদের ইনিংসের প্রথম ৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে বসা পাঞ্জাবের রান টেনেটুনে এক শ পার হয় লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে। পরে সেই রান ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় এম এস ধোনির চেন্নাই সুপার কিংস। 

চেন্নাইয়ের দাপুটে জয়ের কারিগর দলের পেসার দীপক চাহার। তাঁর আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ধস নামে পাঞ্জাব টপ অর্ডারে। ২৬ রান তুলতেই সাজঘরে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুদা, কে এল রাহুল। এর মধ্যে চারটিই চাহারের শিকার। নতুন দলে টানা ৪ ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন এই ডানহাতি পেসার।

সেখান থেকে পাঞ্জাবের রান এক শ ছাড়া করেন তরুণ ব্যাটসম্যান শাহরুখ খান। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৩৬ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৭ রানের ইনিংসে পাঞ্জাব ৮ উইকেটে ১০৬ রান তোলে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ঋতুরাজ গায়কোয়াডকে ৫ রানে হারালেও অভিজ্ঞ ফাফ ডু প্লেসি ও মঈন আলীর ৬৪ রানের জুটি চেন্নাইকে জয়ের কাছাকাছি নিয়ে যান। মঈনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৬ রান। ডু প্লেসি অপরাজিত থাকেন ৩৬ রানে।

ম্যাচটি ছিল চেন্নাই অধিনায়ক ধোনির ২০০তম আইপিএল ম্যাচ। মাইলফলকের ম্যাচটিতে অধিনায়ককে জয় উপহার দিতে পেরেছেন তাঁর সতীর্থরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০০তম ম্যাচ নিয়ে ধোনি বলছিলেন, ‘ভালো লাগছে। এখন সফরটাকে অনেক দীর্ঘ মনে হচ্ছে।’

এএন/০২