চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি

সিলেট মিরর ডেস্ক


মে ০৬, ২০২১
০২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০৬, ২০২১
০২:৫৩ পূর্বাহ্ন



চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি

 

চ্যাম্পিয়নস লিগের গতবারের রানারআপ পিএসজিকে বিদায় করে ফাইনালে খেলা নিশ্চিত করল ম্যানচেস্টার সিটি। ফাইনালে তারা রিয়াল মাদ্রিদ ও চেলসির মধ্যকার দ্বিতীয় সেমিতে বিজয়ী দলের মুখোমুখি হবে। এই দু'দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজের জোড়া গোলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে উঠে গেছে সিটি। ম্যানচেস্টার সিটির হয়ে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেন পেপ গার্দিওলা।

প্রথম লেগে পিএসজির মাঠে ২-১ গোলে জিতে আসা সিটি ৬৩ মিনিটের মধ্যে ২ গোল দিয়ে ফেলে। ফলে পিএসজির জন্য ফাইনালে যেতে ২৭ মিনিটে তিন গোল দেওয়ার প্রয়োজন ছিল। সেখানে একটি গোলও করতে পারেনি তারা। 

রিয়াদ মাহরেজের গোলে ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। ১৭ মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল পিএসজি। ডি মারিয়ার ক্রস থেকে হেড করেছিলেন কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল করা মারকিনিয়োস। কিন্তু সেটা ক্রসবারে লেগে ফেরত আসে। ৬৩ মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোলটিও করেন মাহরেজ। 

এএন/০১