রিয়ালকে বিদায় করে ‘ইংলিশ’ ফাইনালে চেলসি

সিলেট মিরর ডেস্ক


মে ০৬, ২০২১
১০:১৬ অপরাহ্ন


আপডেট : মে ০৬, ২০২১
১০:১৬ অপরাহ্ন



রিয়ালকে বিদায় করে ‘ইংলিশ’ ফাইনালে চেলসি

 

উয়েফা চ্যাম্পিয়ন লিগ থেকে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে বিদায় করে অল ‘ইংলিশ’ ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। রিয়ালের মাঠে প্রথম লেগে ১-১ গোলের ড্র-করার পর নিজেদের মাঠে ফিরতি লিগে ২-০ গোলের জয় পয়েছে চেলসি। 

বুধবার স্টাম্পফোর্ড ব্রিজে ঢোকার পথে রিয়াল মাদ্রিদ টিমবাসে বোতল ছুঁড়ে মারে চেলসি সমর্থকেরা। ২৯ মে ইস্তাম্বুলে অল ‘ইংলিশ ফাইনাল’-এ চেলসি আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে ৯ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ওঠল চেলসি। 

ম্যাচে চেলসি রক্ষণের কাজটা সেরে মাঝমাঠে খেলাটা গুছিয়ে গোল আদায় করে নেওয়ার মতো আক্রমণ করেছে। রিয়ালের ডান প্রান্ত দিয়ে ম্যাসন মাউন্ট, কাইল হার্ভার্টজরা কাঁপুনি দিয়েছেন রিয়ালের রক্ষণে। ২৮ মিনিটে টিমো ভেরনারের গোলটা তার ফল।

গোলের মূল কারিগর এনগোলো কান্তে। রিয়াল বক্সের সামনে ভেরনারের সঙ্গে বল আদান-প্রদান করে হাভার্টজকে পাস দেন কান্তে। চেলসির জার্মান মিডফিল্ডারের চিপ ক্রস বারে লেগে নামার সময় শুধু মাথা ঠুকে গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন ভেরনার। তবে ১৮ মিনিটেই গোলের খাতায় নাম লেখাতে পারতেন জার্মান ফরোয়ার্ড। অফসাইডের কারণে তাঁর গোলটি বাতিল হয়। প্রথমার্ধে চেলসি তারকা ম্যাসন মাউন্টও গোলের সুযোগ নষ্ট করেন। এ সময় দারুণ গতিতে রিয়ালের ডান প্রান্তে ত্রাস ছড়ান তিনি।

এএন/০৩