সিলেট মিরর ডেস্ক
মে ০৮, ২০২১
০৬:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৮, ২০২১
০৬:৫৬ পূর্বাহ্ন
উয়েফা চ্যাম্পিয়ন লিগের মতো ইউরোপা লিগেও অল ইংলিশ ফাইনাল হওয়ার সুযোগ ছিল। কিন্তু আর্সেনালের ব্যার্থতায় সেই সুযোগ হাত ছাড়া হয়েছে। শিরোপা মঞ্চে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ইউরোপা লিগ পরিণত হয় ইংলিশ-স্প্যানিশ ফাইনালে।
সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ৬-২ গোলে জিতে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বৃহস্পতিার রাতে দ্বিতীয় লেগে প্রতিপক্ষে মাঠে ৩-২ গোলে হেরেছে অল রেডরা। তাতে বাধা হতে পারেনি ওল্ড ট্র্যাফোর্ডবাসীদের ফাইনালে খেলা। দুই লেগ মিলিয়ে ৮-৫ গোলের অগ্রগামীতায় শিরোপা লড়াই নিশ্চিত করেছে ইউনাইটেড। দলের হয়ে জোড়া গোল করেন এডিসন কাভানি।
একই রাতে ভাগ্য বদলায়নি প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠে ২-১ গোলে হারা আর্সেনালের। সেদিনের মূল্যবান একটি অ্যাওয়ে গোলও বাঁচাতে পারেনি মিকেল আর্তেতার দলকে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মাচটি গোলশূন্য ড্র হলে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় গার্নাররা।
তাতে আরেকটি অল ইংলিশ ফাইনাল থেকে বঞ্চিত হলো ফুটবল বিশ্ব। গত বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে চেলসি। আগের দিন পিএসজিকে বিদায় করে শিরোপা লড়াইয়ে ওঠে ম্যানচেস্টার সিটি। ফাইনাল হবে ৩০ মে। তার আগে আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ১টায় নিরপেক্ষ ভেন্যু পোল্যান্ডের স্টাডিওন গডানস্কে হবে ইউরোপা লিগের ফাইনাল।
এএন/০১