ইউরোপা লিগে অনন্য রেকর্ড ছুঁলেন কাভানি

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন



ইউরোপা লিগে অনন্য রেকর্ড ছুঁলেন কাভানি

 

ইউরোপা লিগে সেমিফাইনালের উভয় লেগে  রোমার বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার জোড়া গোল করে ইতিহাস গড়লেন এডিনসন কাভানি। ইতালিয়ান জায়ান্টদের জালে দুইবার বল পাঠিয়ে ৩৪ বছরের পুরোনো অনন্য রেকর্ডে ছুঁলেন কাভানি। তিন দশকেরও বেশি সময় পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনও ইউরোপিয়ান সেমিফাইনালের দুই লেগেই দুটি বা তার বেশি গোল করেছেন তিনি। এর আগে ১৯৮৫-৮৬ উয়েফা কাপে কেএসভি ভারেগেমের বিপক্ষে এই কীর্তি গড়েন কোলনের ক্লাউস আলোফস।

৩৪ বছর বয়সী কাভানি তার শেষ ১৫টি ইউরোপা লিগ ম্যাচে ১৬ গোল করেছেন। আর এই আসরে ১০ ম্যাচে গোল ১৫টি। তিন বছর পর প্রথম কোনও বড় শিরোপা জয়ের পথে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে  ৩-২ গোলে হেরেছে অল রেডরা। তাতে বাধা হতে পারেনি ওল্ড ট্র্যাফোর্ডবাসীদের ফাইনালে খেলা। দুই লেগ মিলিয়ে ৮-৫ গোলের অগ্রগামীতায় শিরোপা লড়াই নিশ্চিত করেছে ইউনাইটেড। দলের হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি। অপর ম্যাচে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথম লেগের ২-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে ওঠে ভিয়ারিয়াল।

আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ১টায় নিরপেক্ষ ভেন্যু পোল্যান্ডের স্টাডিওন গডানস্কে ইউরোপা লিগের ফাইনাল। 

এএন/০৫