সিলেট মিরর ডেস্ক
মে ০৯, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে টমাস টুখেলের চেলসি।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার জিতলেই শিরোপা নিশ্চিত, কিন্তু পারল না ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের গোলে শুরুটা ভালো হলেও ধরে রাখতে পারল না ছন্দ। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পেপ গুয়ার্দিওলার দলকে তাদেরই মাঠে হারিয়ে দিল চেলসি।
শুধু সিটির শিরোপা জয় নয়, আরও একটি কারণে এই ম্যাচে বাড়তি নজর ছিল সবার। আগামী ২৯ মে তুরস্কের ইস্তানবুলে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
গত মাসে এফএ কাপের সেমি-ফাইনালে সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি। এবার লিগের এই জয়, ইউরোপ সেরার মঞ্চে শিরোপা লড়াইয়ে নামার আগে নিশ্চিতভাবে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে টুখেলের হাত ধরে বদলে যাওয়া দলটির।
৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১৮ জয় ও ১০ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে চেলসি। ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে নেমে গেছে লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এএন/০১