সিলেট মিরর ডেস্ক
মে ০৯, ২০২১
০৭:৪২ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২১
০৭:৪২ পূর্বাহ্ন
রবের্ত লেভানডোভস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে উড়িয়ে দিল বুন্ডেসলিগার শিরোপা জয় করেছে বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৬-০ গোলে জিতেছে স্বাগতিকরা। তাদের বাকি তিন গোলদাতা টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে।
দিনের প্রথম ম্যাচে লাইপজিগ হেরে যাওয়ায় শিরোপা নিশ্চিক হয়ে যায় বায়ার্নের। টানা নবম ও সব মিলিয়ে রেকর্ড ৩১ বার জার্মানির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো মিউনিখের দলটি।
গত জানুয়ারিতে প্রথম দেখায় মনশেনগ্লাডবাখের মাঠে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছিল বায়ার্ন। সেই প্রতিপক্ষকে এবার গোল বন্যায় ভাসাল হান্স ফ্লিকের দল।
এবারের লিগে লেভানডোভস্কির গোল হলো ৩৯টি। বাকি দুই ম্যাচে আর এক গোল করলে গতবারের বর্ষসেরা ফুটবলার স্পর্শ করবেন বুন্ডেসলিগায় জার্ড মুলারের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৭১-৭২ মৌসুমে ৪০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি।
এএন/০২