ফুটবলারদের বিশ্বকাপ বাছাই ক্যাম্প স্থগিত

সিলেট মিরর ডেস্ক


মে ১৩, ২০২১
০৫:১৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৩, ২০২১
০৫:১৪ পূর্বাহ্ন



ফুটবলারদের বিশ্বকাপ বাছাই ক্যাম্প স্থগিত

 

ঈদের জন্য বিশ্বকাপ বাছাই ক্যাম্প স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তিন দিন কন্ডিশনিং ক্যাম্প করার পর হঠাৎ করেই গতকাল বুধবার তা বন্ধ ঘোষণা করে ফেডারেশন। 

কাতার মিশনের জন্য ক্যাম্প চলমান রয়েছে। এমনটা ভেবেই এদিন ক্যাম্পে আসেন জামাল ভূঁইয়া। কিন্তু এসেই জানতে পারেন ক্যাম্প স্থগিত হয়ে গেছে। শুধু তাই নয় হোটেল রুমে উঠতে গিয়েও বিপাকে পরেন তিনি। এর কিছুক্ষণ পর বাকি ফুটবলাররা বেরিয়ে এলে, জামাল ভূঁইয়াও হোটেল ত্যাগ করেন। 

গেল ১০ মে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু করে বাফুফে। যেখানে যোগ দিয়েছিলেন মাত্র ৬ ফুটবলার। প্রিমিয়ার লিগ শেষে বাকিদের যোগ দেওয়ার কথা ছিল। 

ঈদের পর ১৬ মে থেকে আবারও ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছে বাফুফে।

এএন/০২