নিজ গ্রামের লোকজনকে ঈদ উপহার দিলেন জামাল ভূঁইয়া

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২১
১২:৩০ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২১
১২:৩০ অপরাহ্ন



নিজ গ্রামের লোকজনকে ঈদ উপহার দিলেন জামাল ভূঁইয়া

 

ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করতে নিজ গ্রামের দুস্থদের খাদ্যপণ্যসহ নগদ অর্থ উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। 

জামালের পৈতৃক নিবাস ময়মনসিংহের চংভাদেরা গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের দুস্থদের ঈদ উদযাপনের জন্য এই মানবিক উদ্যোগ। ঢাকায় অবস্থান করায় তিনি সরাসরি তাদের হাতে তুলে দিতে পারেননি এসব সামগ্রী। তার হয়ে ঈদ উপহার বিতরণ করেছেন তার চাচাতো ভাই এম. আর. এইচ জুনায়েদ ভূঁইয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে তারকা মিডফিল্ডার জামাল লিখেছেন, ‘আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আমাদের গ্রামের দুস্থ মানুষদের জন্য চাল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, আটা, নুডলস, চিনি ও বিস্কুট মিলিয়ে ঈদ প্যাকেজ দিচ্ছি যাতে তারাও ঈদ উদযাপন করতে পারে।’

এমন উদ্যোগ এবারই প্রথম নয় ৩১ বছর বয়সী জামালের। ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলার গত দুই ঈদেও এমন আয়োজন করেছিলেন।

ঈদুল ফিতরের চার দিনের ছুটিতে আছেন জামাল। ছুটি শেষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব সামনে রেখে আগামী ১৬ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

এএন/০১