তরেসের হ্যাটট্রিকে ম্যানসিটির কষ্টার্জিত জয়

সিলেট মিরর ডেস্ক


মে ১৬, ২০২১
০৩:২৮ অপরাহ্ন


আপডেট : মে ১৬, ২০২১
০৩:২৮ অপরাহ্ন



তরেসের হ্যাটট্রিকে ম্যানসিটির কষ্টার্জিত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল

 

ইংলিশ প্রিমিয়ার লিগে আগেই চ্যাম্পিয়ন হওয়ায় ম্যানচেস্টার সিটি ফেররান তরেসের হ্যাটট্রিকে কষ্টার্জিত জয় পেয়েছে। মাঠে নেমেই হোঁচট খাওয়ার শঙ্কায় পড়েছিল দলটি। পাল্টা আক্রমণ নির্ভর ফুটবলে দারুণ চ্যালেঞ্জ জানিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। তবে  বারবার রং বদলানো ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই ফিরেছে পেপ গার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে সিটি। এমিল ক্রাফতের গোলে পিছিয়ে পড়া সিটিকে সমতায় ফেরার তরেস। তার দ্বিতীয় গোলেই লিড পায় সফরকারীরা। জলিন্টনের গোলে ফের পিছিয়ে পড়া, এবারও সিটির ত্রাতার ভুমিকায় তরেস। চ্যালেঞ্জ জানাতে মরিয়া নিউক্যাসল ফের এগিয়ে যায় জো উইলককের গোলে। পরে চার মিনিটের ব্যবধানে নিজের হ্যাটট্রিক আর দলের জয় নিশ্চিত করেন তরেস।

লিগে প্রতিপক্ষের মাঠে সিটির এটি টানা দ্বাদশ জয়, নতুন রেকর্ড। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের আগের রেকর্ডটি ২০০৮ সালে প্রথম গড়েছিল চেলসি। ২০১৭ সালে সিটি সেটি স্পর্শ করলেও ভাঙতে পারেনি। এ মাসের প্রথম দিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতে আবারও সেটি স্পর্শ করে তারা এবং এবার গড়ল নতুন কীর্তি।

৩৬ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ৮৩। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি। চার নম্বরে চেলসির পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নিউক্যাসল।

গত শনিবার চেলসির বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল সিটি। তবে তিন দিন পর ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওযায় শিরোপা নিশ্চিত হয়ে যায় গার্দিওলার দলের। আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে ফুলহ্যাম, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও শেফিল্ড ইউনাইটেডের।

এএন/০২