খেলা ডেস্ক
মে ২২, ২০২১
১০:২৪ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২১
১০:২৪ পূর্বাহ্ন
চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার আশা বাঁচিয়ে রাখছে লিভারপুল লিস্টার সিটি। লিগের ৩৭ ম্যাচ শেষে উভয়ে পয়েন্ট ৬৬ হলেও গোল ব্যবধানে চতুর্থ স্থানে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারটি দল চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পায়।
মাঠে বুধবার রাতে ৩-০ গোলের জয়ে ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুলের চ্যাম্পিয়ন লিগে খেলার আশা বেঁচে থাকে। একই দিন লিস্টার সিটি ১-২ গোলে চেলসির কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন লিগ খেলার আশা ফিকে হয়ে যায়।
চ্যাম্পিয়ন লিগে খেলার লড়াইয়ে থাকা লিভারপুল আগামীকাল রবিবার শেষ ম্যাচ খেলবে ক্রিস্টার প্লেসের বিপক্ষে। একই সময়ে লেস্টার সিটি মোকাবেলা করবে টটেনহ্যামকে। তৃতীয় স্থানে থাকা চেলসি ওই দিন এস্টোন ভিলার মুখোমুখি হবে। এই তিন ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কোন দুই দল যাচ্ছে চ্যাম্পিয়ন লিগে।
লিগে এক ম্যাচ বাকি রেখে ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে চাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে
চেলসি। সমান ৬৬ পয়েন্ট নিয়ে থাকলেও গোল ব্যবধানে চারে লিভারপুল ও পাঁচে লেস্টার সিটি।
এএন/০১