বিশ্বকাপ বাছাই দল থেকে ছিটকে পড়লেন সাদ

খেলা ডেস্ক


মে ২৩, ২০২১
০৯:১১ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
০৯:১১ অপরাহ্ন



বিশ্বকাপ বাছাই দল থেকে ছিটকে পড়লেন সাদ


বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ শুরুর আগে আবারও চোটের হানা বাংলাদেশ দলে। গোলকিপার আশরাফুল ইসলামের পর চোটের কারণে দল থেকে ছিটকে পড়লেন ফরোয়ার্ড সাদউদ্দিন। শনিবার রাতেই ক্যাম্প ছেড়ে যান দলের সিলেটের এই ফুটবলার। 

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে বাংলাদেশের পাওয়া একমাত্র পয়েন্ট এসেছে ভারতের বিপক্ষে। কলকাতায় সেই ম্যাচ বাংলাদেশ এগিয়ে গিয়েছিল সাদের গোলেই। কিন্তু শেষ পর্যন্ত সল্ট লেকে ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তে গোল করে ভারত ১-১ গোলে ড্র করে। 

বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিনটি ম্যাচের জন্য অনেক পরিশ্রম করেন সাদ। রোদে পুড়ে নিজেকে তৈরি করেন। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত তাঁর দলে স্থান হয়নি।

ক্যাম্প ছেড়ে সাদ বলেছেন, ‘চোটের কারণে বাধ্য হয়েই জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হলো। যে চোটটা শুরুতে তেমন সমস্যার মনে হচ্ছিল না। তবে চিকিৎসকেরা এই অবস্থায় আর চালিয়ে না যেতে পরামর্শ দিয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে মুখিয়ে ছিলাম। কিন্তু ভাগ্য সেটা হতে দিল না। দুঃখিত বন্ধুরা! সবাই দোয়া করবেন, যাতে করে শক্তভাবে ফিরতে পারি।’

সাদকে হারিয়ে বাংলাদেশ ম্যানেজার ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘সাদের হাঁটুতে চোট রয়েছে। ডাক্তারের রিপোর্টের ভিত্তিতেই আপাতত ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। সাদ ক্যাম্প ছেড়েছে। ও থাকলে ভালো হতো অবশ্যই। সব ঠিক থাকলে সম্ভবত ২৪জন ফুটবলার নিয়ে আগামীকাল আমরা সৌদি আরব যাব।’

এএন/০৪