চ্যাম্পিয়ন লিগে দুই মিলান, আটালান্টা, জুভেন্টাস

খেলা ডেস্ক


মে ২৪, ২০২১
০৩:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন



চ্যাম্পিয়ন লিগে দুই মিলান, আটালান্টা, জুভেন্টাস
ইউরোপা লিগে ন্যাপোলি ও ল্যাজিও


ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিগে খেলা অবশেষে নিশ্চিত করল জুভেন্টাস। সেই জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো। শেষ ম্যাচে বোলোনিয়াকে ৪-১ গোলে হারিয়ে ৭৮ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ থেকে মৌসুম শেষ করল আন্দ্রেয়া পিরলোর শীষ্যরা। লিগে ৯১ পয়েন্ট নিয়ে আগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগে খেলা নিশ্চিত করে ইন্টার মিলান। লিগের শেষ দিন জুভেন্টাসের সঙ্গে চ্যাম্পিয়ন লিগে নাম লেখায় এসি মিলান ও আটালান্টা। শেষ ম্যাচে আটালান্টাকে ২-০ গোলে হারায় এসি মিলান। চ্যাম্পিয়ন লিখে খেলতে হলে এই ম্যাচে এসি মিলানের জয়ের কোনো বিকল্প ছিলনা। ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হলে দলটির চ্যাম্পিয়ন লিগ খেলা হতোনা। হেরেও জুভেন্টাসের সমান ৭৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় হয় আটালান্টা। ইংলিশ লিগের দুই ম্যানচেস্টারের মতো সেরি'আতে শীর্ষ থেকেই লিগ শেষ করে চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও রানারআপ এসি মিলান।

অপরদিকে, লিগে পঞ্চম ও ষষ্ঠ হয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে যথাক্রমে ন্যাপোলি ও ল্যাজিও।

এএন/০৪