জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

খেলা ডেস্ক


মে ২৫, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন



জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ


চ্যাম্পিয়নস বায়ার্ন মিউনিখ আরও একবার সাফল্যের সঙ্গে শিরোপা ধরে রেখেছে। এ নিয়ে টানা নবমবারের মতো লিগ শিরোপা জিতল বায়ার্ন, সব মিলিয়ে ৩১তম বারের মতো হলো জার্মানির চ্যাম্পিয়ন। দাপুটে মৌসুমে দলগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনও কম নয় বায়ার্ন খেলোয়াড়দের। বায়ার্ন ও জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের এক মৌসুমে লিগে সবচেয়ে বেশি গোলের (৪০) রেকর্ড ভেঙে দিয়েছেন রবার্ট লেভানডফস্কি (৪১ গোল)।  

এক নজরে বুন্দেসলিগা

চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ, লাইপজিগ, বরুসিয়া ডর্টমুন্ড, ভলফসবুর্গ

ইউরোপা লিগ ফ্রাঙ্কফুর্ট, লেভারকুসেন, ইউনিয়ন বার্লিন

অবনমিত ভেরডার ব্রেমেন, শালকে

সবচেয়ে বেশি গোল (দল) বায়ার্ন মিউনিখ (৯৯)

সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ), ৪১টি

সেরা গোলরক্ষক পিটার গুলাসি (লাইপজিগ), ১৫ ক্লিন শিট

এএন/০২