ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়ন ইন্টার মিলান

খেলা ডেস্ক


মে ২৫, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন



ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়ন ইন্টার মিলান


টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের শিরোপা-রথ থামিয়ে দিয়ে লিগ জিতে নিয়েছে ইন্টার মিলান। ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম লিগ জিতল ইন্টার। ২৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া জুভের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো গড়েছেন নতুন কীর্তি। প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ তিনটি লিগে (ইংল্যান্ড, স্পেন ও ইতালি) মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো।

এক নজরে সিরি ‘আ’

চ্যাম্পিয়ন ইন্টার মিলান

চ্যাম্পিয়নস লিগ ইন্টার মিলান, এসি মিলান, আটালান্টা, জুভেন্টাস

ইউরোপা লিগ নাপোলি, লাৎসিও, রোমা

অবনমিত বেনেভেন্তো, ক্রোতোনে, পারমা

সবচেয়ে বেশি গোল (দল) আটালান্টা (৯০)

সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), ২৯টি

সেরা গোলরক্ষক দোন্নারুম্মা (মিলান),  হান্দানোভিচ (ইন্টার মিলান), ১৪টি ক্লিন শিট

এএন/০৩