খেলা ডেস্ক
মে ২৪, ২০২১
০৬:২১ অপরাহ্ন
আপডেট : মে ২৪, ২০২১
০৬:২১ অপরাহ্ন
সপ্তমবারের মতো ইংল্যান্ডের শীর্ষ লিগ জিতল ম্যানচেস্টার সিটি, প্রিমিয়ার লিগ যুগে পঞ্চমবার। তিন ম্যাচ হাতে রেখেই এবার লিগের ট্রফি নিশ্চিত করেছে সিটি। পেপ গার্দিওলার অধীনে সর্বশেষ চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বার লিগ জিতল সিটি।
মৌসুমের শেষ ম্যাচে ম্যান সিটির জার্সিতে শেষবারের মতো খেলেছেন সার্জিও আগুয়েরো। জোড়া গোল করে সিটির জার্সিতে নিজের গোলসংখ্যাটা নিয়ে গেছেন ১৮৪-তে। ইংল্যান্ডের শীর্ষ লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটাও এখন তাঁর।
এক নজরে প্রিমিয়ার লিগ
চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
চ্যাম্পিয়নস লিগ ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, লিভারপুল, চেলসি
ইউরোপা লিগ লেস্টার সিটি, ওয়েস্ট হাম, টটেনহাম
অবনমিত ফুলহাম, ওয়েস্ট ব্রম, শেফিল্ড ইউনাইটেড
সবচেয়ে বেশি গোল (দল) ম্যানচেস্টার সিটি (৮৩)
সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন (টটেনহাম), ২৩টি
সেরা গোলরক্ষক এদেরসন (ম্যানচেস্টার সিটি), ১৯ ক্লিন শিট
এএন/০৪