খেলা ডেস্ক
মে ২৪, ২০২১
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : মে ২৪, ২০২১
০৬:৩৪ অপরাহ্ন
১১তম বারের মতো লা লিগার শিরোপা জিতেছে আতলেতিকো মাদ্রিদ। নাটকীয়টায় ঠাসা মৌসুমের একেবারের শেষ দিনে এসে নিশ্চিত হয়েছে আতলেতিকোর শিরোপা। দিয়েগো সিমিওনের অধীনে ২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথম লা লিগার চ্যাম্পিয়ন হলো আতলেতিকো। ২০০৭-০৮ সালের পর এই প্রথম শীর্ষ দুইয়ের মধ্যে থেকে লিগ শেষ করতে পারেনি বার্সেলোনা।
এক নজরে লা লিগা
চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ
চ্যাম্পিয়নস লিগ আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া
ইউরোপা লিগ রিয়াল সোসিয়েদাদ, রিয়াল বেতিস, ভিয়ারিয়াল
অবনমিত উয়েস্কা, ভায়াদোলিদ, এইবার
সবচেয়ে বেশি গোল (দল) বার্সেলোনা (৮৫)
সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (বার্সেলোনা), ৩০টি
সেরা গোলরক্ষক ইয়ান ওবলাক (আতলেতিকো), ম্যাচপ্রতি গোল খেয়েছেন ০.৬৬
এএন/০৫