ফ্রান্স লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিল

খেলা ডেস্ক


মে ২৪, ২০২১
০৬:২৯ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২১
০৬:২৯ অপরাহ্ন



ফ্রান্স লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিল


টানা তিনবারের চ্যাম্পিয়ন পিএসজির কাছ থেকে লিগের মুকুট কেড়ে নিয়েছেন লিল। এ নিয়ে চতুর্থবারের মতো লিগ আ জিতল লিল, ২০১০-১১ মৌসুমের পর এই প্রথমবার। রক্ষনভাগে দুর্দান্ত পারফর্ম করেছে এবার লিগ, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব দলের মধ্যে সবচেয়ে কম খেয়েছে এই মৌসুমের ফরাসি চ্যাম্পিয়নরা (মাত্র ২৩টি)।

এক নজরে লিগ ‘আ’

চ্যাম্পিয়ন লিল

চ্যাম্পিয়নস লিগ লিল, পিএসজি, মোনাকো

ইউরোপা লিগ লিওঁ, মার্শেই, রেনে

অবনমিত নিম, দিজোঁ

সবচেয়ে বেশি গোল (দল) পিএসজি (৮৬)

সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ২৭টি

সেরা গোলরক্ষক মাইক মাইনান (লিল), ২১টি ক্লিন শিট

এএন/০৬