খেলা ডেস্ক
মে ২৭, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন
দ্বিতীয়বারের মতো লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশন, এলএমএ’র সেরা ফুটবল কোচ নির্বাচিত হলেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে নিয়ে তৃতীয়বারের মতো লিগ শিরোপা জেতার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে তাকে।
বার্সেলোনা, বায়ার্ন হয়ে সিটিজেনদের দায়িত্বে আসবার পর থেকেই কিছুটা মিশ্র সময় কাটিয়েছেন পেপ। এই জিতেছেন, তো হেরেছেন মাঝে মাঝেই।
তবে, কখনই আশাহত হননি স্প্যানিশ বস। বরং দলের ফুটবলারদের নিয়ে হার না মানা এক মানসিকতা তৈরি করেছেন সিটিজেন শিবিরে। যার প্রভাব দেখা দিয়েছে মাঠের খেলাতেও। তাই তো, মাত্র ৪ বছরেই তিনবার প্রিমিয়ার লিগ ট্রফি ঘরে তুলেছেন তিনি।
চলতি মৌসুমের লিগ কাপটাও আছে তাদেরই দখলে। আর ম্যানচেস্টার সিটির এতসব অর্জনের পেছনের কারিগরকে তাই এ বছরও সম্মানিত করল এলএমএ। ২০১৭-১৮ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো বর্ষসেরা কোচ হিসেবে পেপকে বেছে নিল তারা।
এএন/০৪