লাল-সবুজের ফুটবল দল এখন কাতারে

খেলা ডেস্ক


মে ২৯, ২০২১
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন



লাল-সবুজের ফুটবল দল এখন কাতারে


ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের (ই-গ্রুপ) শেষ তিনটি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুক্রবার কাতারে পৌঁছেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বার্তায় নিশ্চিত করেছে বেলা ১১টায় ঢাকা থেকে রওনা দিয়ে জেমি ডের শিষ্যরা দোহায় পৌঁছান স্থানীয় সময় দুপুর সোয়া ১টায়।

বাংলাদেশের বাকি তিন ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩, ৭ এবং ১৫ জুন। প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত এবং ওমান। এর আগে দোহাতে দুদিনের বেশি অনুশীলন করার সুযোগ পাবে লল-সবুজ বাহিনী।

ম্যানেজার ইকবাল হোসেনের নেতৃত্বে ৩২ সদস্যের বাংলাদেশ দল কাতার গেছে। ২৩ ফুটবলার ছাড়াও দলে রয়েছেন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, গোলরক্ষক কোচ, ফিটনেস কোচ, মিডিয়া অফিসার, ডাক্তার, ফিজিও ও টিম এ্যাটেন্ডেন্ট। কাতার পৌঁছে ফুটবলারদের স্বাস্থ্যবিধির আনুষঙ্গিক কাজগুলো করতে হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই নির্দিষ্ট সময়ে অনুশীলন মাঠে যাওয়ার অনুমতি পাবেন তারা। দেশ ছাড়ার আগে নিজেদের সাধ্যমতো নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান দলের জামাল ভুঁইয়াসহ অন্যরা। তবে লক্ষ্য কী, তা খোলাসা করেননি হেড কোচ জেমি ডে!

এবারের দলে সুযোগ পেয়েছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক আজিজ। তবে দুই ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল ও মোহাম্মদ ইব্রাহিম করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে কাতারে যেতে পারেননি। চোটের কারণে দলে নেই আরেক ফরোয়ার্ড সাদ উদ্দিন।

এএন/০৩