পর্তুগালের পোর্তোতে আজ অল ইংলিশ মহারণ

খেলা ডেস্ক


মে ২৯, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন



পর্তুগালের পোর্তোতে আজ অল ইংলিশ মহারণ
ম্যানচেস্টার সিটি-চেলসির ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই


পর্তুগালের পোর্তোতে আজ রাতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন লিগের চলতি মৌসুমের ফাইনাল হচ্ছে দু'টি ইংলিশ দলের মধ্যে। সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালের পোর্তোর এস্টাডিও ড্রাগাওতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ চ্যানেল।

এর আগে ফাইনালের ভেন্যু ছিল তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম। কিন্তু শেষ মুহূর্তে সেখান থেকে উয়েফা ম্যাচটি সরিয়ে পোর্তোতে এনেছে। যুক্তরাজ্য সরকার তুরস্ক ভ্রমণকে লাল তালিকাভুক্ত করায় তার্কিশ কর্তৃপক্ষ ফাইনাল ম্যাচ আয়োজন থেকে বঞ্চিত হয়েছে। কারণ সেখানে ম্যাচ হলে অল-ইংলিশ ফাইনালিস্টদের কোন সমর্থক তুরস্ক ভ্রমণ করতে পারতেন না। কোভিডের কারণে স্টেডিয়ামে মোট ধারণ ক্ষমতার ৩৩ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পর্তুগাল। এর ফলে ৬ হাজার ক্লাব সমর্থকসহ ১৬ হাজার ৫০০ দর্শক মাঠে সরাসরি ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন।

এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাবের মধ্যে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন লিগের ফাইনাল হতে যাচ্ছে। এর মধ্যে গত তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় অল-ইংলিশ ফাইনাল। চলতি মৌসুমের আগে ২০১৮-১৯ মৌসুমে ফাইনাল খেলেছিল লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। এবারের ফাইনালে সিটিকে ফেবারিট ধরা হলেও দুদলের সবশেষ দুই মুখোমুখিতেই জিতেছে চেলসি। প্রথমবার ব্লুজরা এফএ কাপের সেমিফাইনাল থেকে সিটিকে বিদায় করার পর ইতিহাদ স্টেডিয়ামে ইপিএলের ফিরতি লেগের ম্যাচেও হারিয়েছে।

তবে অনেক সাধনা করে এবার ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়েছে ম্যানসিটির। দীর্ঘ প্রচেষ্টা শেষে ইংলিশ পরাশক্তিরা নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠে এসেছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগেও ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ২-০ গোলে হারায় সিটি। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে পিএসজিকে উড়িয়ে দেন ব্রুইনে, ফোডেন, অ্যাগুয়েরোরা। ইংলিশ জায়ান্টদের এমন সাফল্যের কারিগর তারকা কোচ পেপ গার্ডিওলা। তার অধীনে এর আগে টানা ৪ বছর কোয়ার্টার ফাইনালের গণ্ডিই পেরুতে পারেনি সিটি। 

অন্যদিকে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে ফাইনালে উঠে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে গ্যালাক্টিকোদের ২-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে ব্লুজরা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে জিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলা নিশ্চিত করেছে চেলসি। ২০১১-১২ আসরে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন লিগে প্রথমবার শিরোপা জিতেছিল চেলসি। এরপর ৯ বছরের প্রচেষ্টায় দ্বিতীয়বার ফাইনালে উঠে এসেছে দলটি। এবার তাই দলটির দ্বিতীয় শিরোপার মিশন। গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি টাচেলের। টানা দ্বিতীয়বার একইমঞ্চে এসে এবার আগের ভুল শুধরে শিরোপার ছোঁয়ার সুযোগ এসেছে এই ভদ্রলোকের। চ্যালেঞ্জটা কঠিন হলেও সেই স্বপ্নই দেখছেন ৪৭ বছর বয়সী জার্মান কোচ।

এএন/০৫