বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়ালে অস্ট্রিয়ান আলাবা

খেলা ডেস্ক


মে ৩০, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন



বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়ালে অস্ট্রিয়ান আলাবা


বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। বায়ার্নের সঙ্গে আগামী ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল কতৃপক্ষ।

জানা গেছে, কর বাদে বার্ষিক ১ কোটি ২৫ লাখ ইউরো বেতনে রিয়ালে আসছেন আলাবা। এ ছাড়া অন্য কোনো ক্লাবে না গিয়ে রিয়ালে আসায় চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবেও নাকি ১ কোটি ৫০ লাখ ইউরো পাবেন আলাবা।

বায়ার্ন মিউনিখের হয়ে এক যুগের বেশি সময় কাটিয়েছেন আলাবা। এসময় চ্যাম্পিয়নস লিগ, ১০টি বুন্দেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা জিতেছেন ক্লাবের যুব দল থেকে উঠে আসা আলাবা। বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৩১ ম্যাচ খেলে ৩৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৫টি। মূলত সেন্টার-ব্যাক হিসেবে খেলা আলাবা উইংয়ে খেলতেও পারদর্শী।

এএন/০৩