ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট চেলসির মাথায়

খেলা ডেস্ক


মে ৩০, ২০২১
০৪:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
০৪:১৮ পূর্বাহ্ন



ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট চেলসির মাথায়


পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে শনিবার রাতে ’অল ইংলিশ ফাইনালে’ ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট চেলসির মাথায় তুলে নিয়েছে। ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উৎসব করল টমাস টুখেলের চেলসি। ২০১২ সালে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতা চেলসির দ্বিতীয় শিরোপা এটি।

আর চেলসির কোচ টমাস টুখেলের প্রথম! গত মৌসুমে নেইমার-এমবাপ্পের পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের সঙ্গে পেরে ওঠেননি। এরপর ঘটনাচক্রে ডিসেম্বরে পিএসজি থেকে বরখাস্ত হয়েছিলেন। এসেছিলেন চেলসিতে। এখানে এসে ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগও জেতা হয়ে গেল তাঁর!

সেটি এসেছেও কী দারুণ ঢংয়ে! বলের দখল ম্যানচেস্টার সিটিরই বেশি ছিল, সেটি হয়তো অনুমিতই ছিল। কিন্তু ম্যাচজুড়ে সিটির আক্রমণভাগকে দমিয়ে রাখা চেলসিই বরং সুযোগ পেয়েছে বেশি। শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল ৪২ মিনিটে কাই হাভার্টজের গোল!

গত মাসে যখন নিশ্চিত হয়েছিল চেলসি আর ম্যানচেস্টার সিটি ফাইনালে খেলছে, তারপর ঘরোয়া লিগে-কাপে দুবার মুখোমুখি হয়েছিল দুই দল। দুবারই চেলসি জিতেছে। ব্যতিক্রম হলো না চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও।

সর্বশেষ সাতবার নতুন কোনো দল যখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে, সবাই হেরেছে। এই শতাব্দীতে এসে নতুন দলকে প্রথমবারে ফাইনালে উঠেই চ্যাম্পিয়নস লিগ জিততে দেখা যায়নি। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিও পারল না। যেমনটি গতবার পারেনি টমাস টুখেলের প্যারিস সেন্ট জ্যার্মেইন পিএসজি।

এএন/০৫