ম্যানচেস্টার সিটি থেকে আগুয়েরো বার্সেলোনায়

খেলা ডেস্ক


মে ৩১, ২০২১
০৪:২৪ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
০৪:২৫ অপরাহ্ন



ম্যানচেস্টার সিটি থেকে আগুয়েরো বার্সেলোনায়


ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে ফের স্পেনে ফিরলেন সার্জিও আগুয়েরো। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদে খেললেও এবার তার দল বার্সেলোনা। ফলে আর্জেন্টিনার মতো এবার বার্সেলোনাতেও তাকে লিওনেল মেসির পাশে খেলতে দেখা যাবে। ম্যানচেস্টার সিটিত থেকে বার্সেলোনায় ফ্রি ট্রান্সফারে এলেন এই ফুটবলার। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আগুয়েরোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। বিনা ট্রান্সফার ফিতে দুই বছরের জন্য স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখাচ্ছেন তিনি। তার সঙ্গে কাতালানদের চুক্তির মেয়াদ থাকছে ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের বাই আউট ক্লজ রাখা হয়েছে ১০ কোটি ইউরো।

ইংলিশ পরাশক্তি সিটির সঙ্গে আগুয়েরোর চুক্তি শেষ হচ্ছে আগামী ৩১ জুন। পরদিন অর্থাৎ ১ জুলাই তিনি যোগ দেবেন ন্যু ক্যাম্পে। এতে ছোটবেলার বন্ধু ও জাতীয় দল আর্জেন্টিনার দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে খেলার স্বাদও নেবেন তিনি।

এএন/০১