মেয়েদের নৈপুণ্যে অনন্য উচ্চতায় বার্সেলোনা

খেলা ডেস্ক


মে ৩১, ২০২১
০৫:৩৯ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
০৫:৩৯ অপরাহ্ন



মেয়েদের নৈপুণ্যে অনন্য উচ্চতায় বার্সেলোনা


বার্সেলোনার নারী ফুটবল দল গড়েছে দারুণ এক কীর্তি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জিতেছে তারা। কোপা দেল রের ফাইনালে রবিবার লেভান্তেকে ৪-২ গোলে হারায় বার্সেলোনার মেয়েরা। তাতে নিশ্চিত হয় তাদের ট্রেবল জয়।

২০২০-২১ মৌসুমে এর আগে তারা লিগ শিরোপা জিতেছে। আর এ মাসের মাঝামাঝি মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ফাইনালে চেলসিকে ৪-০ গোলে গুঁড়িয়ে।

মেয়েদের এই সাফল্যে অনন্য এক ইতিহাসও গড়েছে বার্সেলোনা। ক্লাবটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পুরুষ ও নারী ফুটবলে ট্রেবল জয়ী প্রথম ক্লাব তারা। কাতালান ক্লাবটির পুরুষ দল এই স্বাদ পেয়েছে দুইবার, ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমে।

সদ্য শেষ হওয়া মৌসুমে শুধু কোপা দেল রের শিরোপা জিতছে রোনাল্ড কুমানের দল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর লা লিগায় তৃতীয় হয় মেসিরা।

এএন/০৩