সেমিফাইনালে পর্তুগাল ও জার্মানি

ক্রীড়া প্রতিবেদক


জুন ০১, ২০২১
০৮:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০৪:২৭ অপরাহ্ন



সেমিফাইনালে পর্তুগাল ও জার্মানি
অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ


অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠেছে পর্তুগাল ও জার্মানি। হাঙ্গেরি ও স্লোভেনিয়ায় আয়োজিত টুর্নামেন্টের নকআউটপর্বে সোমবার রাতে পর্তুগাল ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিকে। 

আরেক ম্যাচে জার্মানি টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়েছে ডেনমার্ককে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। 

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দু'টি সেমিফাইনাল। এর মধ্যে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১০টায় টুর্নামেন্টের সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। রাত ১টায় নেদারল্যান্ডসকে মোকাবেলা করবে জার্মানি।

এএন/০৭