জাতীয় দলে খেলার অপেক্ষায় প্রবাসী তারিক

খেলা ডেস্ক


জুন ০১, ২০২১
০৬:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০৬:১৩ অপরাহ্ন



জাতীয় দলে খেলার অপেক্ষায় প্রবাসী তারিক


কাতারেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হানের? বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে আগামীকাল বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই অভিষেক হচ্ছে বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডারের। তারিকও স্বপ্ন দেখছেন বাংলাদেশের জার্সিতে এ ম্যাচেই অভিষিক্ত হওয়ার।

গত বছর প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও কুঁচকির চোটের জন্য দল থেকে ছিটকে পড়তে হয়েছিল তারিককে। এবার চূড়ান্ত দলে জায়গা করে নিয়ে শুরু করেছেন স্বপ্ন দেখতে। শুরুর একাদশে জায়গা করে নেওয়ার লড়াইয়ে কোচ জেমি ডের ‘গুড বুকে’ই আছেন তিনি। দোহা থেকে পাঠানো ভিডিও বার্তায় তারিক বলেন, ‘কাতারে অনেক গরম। তবু আমরা ভালো অনুশীলন করছি। আগামী তিন ম্যাচে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচের জন্য সবাই সেরাটা দিয়ে অনুশীলন করছে। ব্যক্তিগতভাবে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আশা করছি খেলার সুযোগ পাব আর সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেব।’

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দলীয় একটি সূত্র জানিয়েছে, এই ম্যাচেই রাইটব্যাক তারিকের অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মূলত বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিনের দলে না থাকাটা তারিকের অভিষেকের পালে হাওয়া লাগাচ্ছে। চোটের কারণে এবার ক্যাম্পেই যোগ দিতে পারেননি নিয়মিত রাইটব্যাক বিশ্বনাথ। তাঁর স্থলে খেলানোর পরিকল্পনা ছিল সাদকে। কয়েক দিন আগে সাদও চোট নিয়ে দল থেকে ছিটকে পড়ায় তারিকের খেলার সম্ভাবনা উজ্জ্বল। এর আগে ফিনল্যান্ড বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন তারিক। এ ছাড়া ফিনল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ইলভেস ট্যাম্পেরের জার্সিতে ইউরোপা লিগের বাছাইপর্বে ম্যাচও খেলেছেন তিনি।

আফগানিস্তান ম্যাচকে সামনে রেখে গতকাল মঙ্গেলবার জিম সেশন ও বিকেলে বল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। নিজেদের রক্ষণভাগ জমাট রেখে প্রতি–আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছেন জেমি।

এএন/০২