খেলা ডেস্ক
জুন ০২, ২০২১
১১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ০২, ২০২১
১১:৩৮ পূর্বাহ্ন
কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের তিনটি ম্যাচে খেলতে কাতারে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের পর দ্বিতীয়বার কোভিড টেস্টে ফুটবল দলের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
মরুর বুকে প্রচণ্ড গরমে কাতার ইউনিভার্সিটি মাঠে ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। সেই সাথে জিম ও সুইমিং নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। বাংলাদেশ দলের আগমনকে ঘিরে কাতার প্রবাসীদের আনন্দের কমতি নেই।
করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের কারণে সবাই মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই, কেবলমাত্র যারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ভোজের টিকা দিয়েছে কেবল তারাই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে বলে জানিয়েছে কাতার ফুটবল এসোসিয়েশন। মাঠে বসে লেখা না দেখলেও খেলোয়াড়দের উৎসাহে করো কমতি নেই বলে জানান কাতার প্রবাসী সাংবাদিক তামীম রায়হান।
আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ম্যাচগুলো আল সাদ জসিম বিন হামাদ স্টুডিয়ামে অনুষ্ঠিত হবে।
এএন/০৬