রাতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক


জুন ০৩, ২০২১
১১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০১:৫১ অপরাহ্ন



রাতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

                                                                                                                                                                          ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আজ (বৃহস্পতিবার) রাতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচ।

এরপর ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। যদিও এই তিনটি ম্যাচ গত বছর ঘরের মাঠে খেলার কথা ছিল বাংলাদেশের। করোনায় বিপর্যস্ত ক্রীড়াঙ্গনে এখন স্বাগতিক হওয়ার সুবিধা হারিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হচ্ছে জামালদের।

বাংলাদেশের মূল সমস্যা ইনজুরি। দলের বেশ কিছু নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাচ্ছে না তারা। অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ফরোয়ার্ড সাদ উদ্দিন ও নাবীব নেওয়াজ জীবন ছিটকে গেছেন চোটের কারণে। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সে তালিকা সমৃদ্ধ করেছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। তবে করোনা মুক্ত হয়ে শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।

পরিসংখ্যান ও র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আফগানিস্তান। ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪ আর আফগানিস্তান ১৪৯। আজকের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হচ্ছে ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হানের।

শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ ফুটবল দল। নিজেদের সেরাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কোচ জেমি ডের কণ্ঠেও প্রায় একই সূর। তবে জয়-পরাজয়ের চেয়ে শিষ্যদের কাছ থেকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স চান এ ইংলিশ কোচ।

এএন/০৪