স্পেনকে বিদায় করে ফাইনালে পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক


জুন ০৩, ২০২১
০৬:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০৭:০৩ অপরাহ্ন



স্পেনকে বিদায় করে ফাইনালে পর্তুগাল
অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ


অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে পর্তুগাল। গতকাল বৃহস্পতিবার রাতে স্পেনের জর্জ কুয়েনকার আত্মঘাতি গোলে জয় পায় পর্তুগাল। পর পর দুই ম্যাচে টুর্নামেন্টের সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন ইতালি ও স্পেনকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে হেরে বিদায় নেয় ইতালি।

১৯৯৪ সালে ফ্রান্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে অতিরিক্ত সময়ে একমাত্র গোলে স্পেনের কাছে হারে পর্তুগাল। সবশেষ ২০১৫ সালে চেক রিপাবলিকে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি দলটির। টাইব্রেকারে হেরে সুইডেনের কাছে হারে পর্তুগাল। আগের দুইবারের ব্যর্থতা কাটিয়ে এবার শিরোপা জয়ের পথে এগুচ্ছে পর্তুগাল।

আগামী ৬ জুন ফাইনালে তারা জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের মুখোমুখি হবে।

এএন/০২