ক্রীড়া প্রতিবেদক
জুন ০৩, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন
অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠেছে জার্মানি। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ফ্লোরিয়ান ওয়ার্টজের জোড়া গোলে তারা ২-১ গোলে হারায় টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে।
ম্যাচের ২৯ সেকেন্ডে করা ফ্লোরিয়ান ওয়ার্টজের প্রথম গোলটি উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব -২১ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল। এই গোলটি কোয়ালিফাইং সহ প্রতিযোগিতায় জার্মানির পাঁচশতম গোল। এর আগে ২০০২ সালে চেক রিপাবলিকের সেন্টার ব্যাক ডেভিড রোজেনালের ৪১ সেকেন্ডে করা গোলটি টুর্নামেন্টের দ্রুততম গোল ছিল।
ম্যাচ শুরুর ৮ মিনিটের মধ্যেই ওয়ার্টজের জোড়া গোলে এগিয়ে যায় গতবারের রানারআপরা। ডাচদের হয়ে একটি গোল করে ব্যবধান কমান শোয়ার্স।
আগামী শনিবার রাতে লুজলজানায় জার্মানি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগালের।
এএন/০৪