খেলা ডেস্ক
জুন ০৪, ২০২১
০৫:০৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২১
০৫:০৪ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে আর্জেন্টিনা ১–১ গোলে ড্র করেছে। গত মার্চে উদ্বোধন হওয়া আর্জেন্টিনার নতুন স্টেডিয়াম এস্তাদিও ইউনিকো মাদ্রে দি সিউদাদেসে আজ ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা না থেকেও ছিলেন। ’৮৬ বিশ্বকাপ মহানায়কের মূর্তি উন্মোচন করে তাঁকে সম্মান জানিয়ে মাঠে নেমে চিলিকে হারানোর সুযোগ নষ্ট করেছেন লিওনেল মেসিরা।
গত বছরের নভেম্বরে না ফেরার দেশে চলে যাওয়া ম্যারাডোনার মূর্তি উন্মোচনের কারণে মেসি–ডি মারিয়াদের জন্য এটি ছিল আবেগের ম্যাচ। ঘরের মাঠে চিলিকে আতিথ্য দিয়ে জয় তুলে নিতে পারলে সেই আবেগকে রাঙিয়ে দিতে পারত লিওনেল স্কালোনির দল।
২৪ মিনিটে পেনাল্টি থেকে মেসির গোলের পর ৩৬ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে সমতায় ফেরে চিলি। বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকান পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা এখনো অপরাজিত থাকলেও এই ড্রয়ে ব্রাজিলকে টপকে শীর্ষস্থানে ওঠার সুযোগ হারাল তারা।
৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। অন্য ম্যাচে ভেনিজুয়েলাকে ৩–১ গোলে হারিয়েছে বলিভিয়া। উরুগুয়ে–প্যারাগুয়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ইকুয়েডর। চারে থাকা প্যারাগুয়ের সংগ্রহ ৫ ম্যাচে ৭ পয়েন্ট। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে চিলি।
প্যারাগুয়ের বিপক্ষে পরীক্ষিত স্ট্রাইকার এডিনসন কাভানিকে ছাড়াই মাঠে নেমেছিল উরুগুয়ে। সদ্যই পুত্রসন্তানের বাবা হয়েছেন, নিজের সঙ্গীর সঙ্গে রয়েছেন তিনি। এ ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের জোনাথন রদ্রিগেজ প্যারাগুয়ের জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করে দেওয়া হয়।
এএন/০৫