খেলা ডেস্ক
জুন ০৪, ২০২১
১০:৪১ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২১
১০:৪১ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। আর এই ম্যাচে দুর্দান্ত গোল করে দেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচনায় তপু বর্মণ। জাতীয় দলের হয়ে এটি তার চতুর্থ গোল। যে গোল দলকে এনে দিয়েছে বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ম্যাচ শেষে তপু বলেছেন, এই ড্র ভারতের বিপক্ষে ৭ জুনের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে।
তপু আরো বলেন, ‘জাতীয় দলের হয়ে চারটি গোল হয়ে গেল আমার। সাফ ফুটবলে তিনটি আর এ ম্যাচে একটি। ২০১৫ কেরালা সাফ ফুটবলে ভুটানের সঙ্গে প্রথম গোলটি করেছিলাম। পরের সাফের প্রথম দুটি ম্যাচেই গোল পেয়েছি। ২০১৮ সালে ঢাকায় ভুটান ও পাকিস্তানের বিপক্ষে। সাফে টানা তিন ম্যাচে তিন গোল আমার।’
আগামী ৭ জুন ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের লক্ষ্য নিগে তপু বলেন, ‘আমাদের লক্ষ্য এখন ভারতকে হারানো। হাতে তিন দিন সময় আছে, রিকভারি ঠিকভাবে করতে হবে। কোচ বলেছেন, আফগানদের সঙ্গে ড্রয়ে খুশি হওয়ার মতো কিছুই হয়নি। আমাদের আরও খেলা আছে। ভারত ম্যাচ নিয়ে আমরা এখন কাজ করব। আমাদের সবাইকে খুব সিরিয়াস ও মনোযোগী থাকতে বলেছেন কোচ।’
এএন/০৬