খেলা ডেস্ক
জুন ০৪, ২০২১
১১:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২১
১১:১৫ পূর্বাহ্ন
ইতালিয়ান ফুটবল সিরি আ লিগের বিদায়ী মৌসুমের সেরা স্ট্রাইকার হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার রাতে রোনালদোর নাম ঘোষণা করা হয়।
বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার জুভেন্টাসে নাম লিখিয়ে চ্যাম্পিয়ন লিগ জয় করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। তিন বছর এই লিগে খেলছেন সিআর সেভেন। এবার চতুর্থ স্থানে রয়েছে জুভেন্টাস। আগামী চ্যাম্পিয়ন লিগে খেলার জন্য অপেক্ষা করতে হয়েছে লিগের শেষ ম্যাচের শেষ সময় পর্যন্ত।
বিদায়ী মৌসুমে দল ইতালিয়ান লিগ জিততে না পারলেও রোনালদো হয়েছেন মৌসুম সেরা স্ট্রাইকার। গোল করেছেন ৩৩ ম্যাচে ২৯টি। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন ইন্টার মিলানের রোমেলু লুকাকু। তিনি গোল করেছেন ২৪টি। সতীর্থকে সহায়তা করেছেন ১১টি গোলে।
লিগ না জিতলেও কোপা ইতালিয়া এবং সুপার কাপ ঘরে তুলেছে জুভেন্টাস। ইতালিয়ান কাপ জয় করে প্রথম ফুটবলার হিসাবে ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে সব ঘরোয়া শিরোপা জেতার নজির গড়েছেন সিআর সেভেন।
এএন/০৭