নেইমার-রিচার্লিসনের গোলে জিতল ব্রাজিল

খেলা ডেস্ক


জুন ০৫, ২০২১
০৬:১২ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২১
০৬:১২ পূর্বাহ্ন



নেইমার-রিচার্লিসনের গোলে জিতল ব্রাজিল


ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। গোল করেছেন নেইমার আর রিচার্লিসন। পোর্তো আলেগ্রের এই জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে তারা।

৪-৩-৩ ছকে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমার্ধের নিষ্প্রাণ পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে ব্রাজিল-কোচ তিতে কৌশলগত কিছু পরিবর্তন আনেন। বাজে খেলা ফ্রেডকে উঠিয়ে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে মাঠে নামান তিনি। এই একজনই চেহারা পাল্টে দেন ব্রাজিলের খেলার।  

ওপরে একক স্ট্রাইকার হিসেবে গাব্রিয়েল বারবোসাকে রেখে লেফট উইংয়ে চলে আসেন রিচার্লিসন। ‘নাম্বার টেন’ এর ভূমিকায় খেলেন নেইমার। রিচার্লিসনের ফেলে আসা রাইট উইংয়ে চলে আসেন গ্যাব্রিয়েল জেসুস। 

ব্রাজিলের এই নতুন কৌশলের জবাব জানা ছিল না ইকুয়েডরের। অবশেষে ৬৫ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। রিচার্লিসনের নেওয়া শট আটকাতে পারেননি ইকুয়েডরের গোলকিপার আলেক্সান্দার দমিঙ্গেস। 

ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পায় ব্রাজিল। নেইমারের শট দমিঙ্গেস আটকে দিলেও ভিএআরের মাধ্যমে দেখা যায়, পেনাল্টি নেওয়ার সময় নিজের লাইন ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছিলেন ইকুয়েডরের এই গোলকিপার। ফলে আবারও ব্রাজিলকে পেনাল্টি নেওয়ার সুযোগ করে দেন রেফারি। নেইমার এবার আর ভুল করেননি। এই নিয়ে বাছাইপর্বে চার গোল হয়ে গেল তাঁর।  ব্রাজিলের জার্সি গায়ে ১০৪ ম্যাচে ৬৫ গোল হয়ে গেল নেইমারের। এই সময়ে গোলে সাহায্য করেছেন ৪৫ বার। এই দুই তালিকায় নেইমারের ওপরে আছেন শুধুই পেলে।

আগামী মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে আসুনসিওনে খেলতে নামবেন নেইমাররা। 

এএন/০৬