প্রস্তুতি ম্যাচে স্পেন-পর্তুগাল সমানে সমান

খেলা ডেস্ক


জুন ০৫, ২০২১
০৭:০০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২১
০৭:০০ পূর্বাহ্ন



প্রস্তুতি ম্যাচে স্পেন-পর্তুগাল সমানে সমান


ইউরো চ্যাম্পিয়নশিপের আগে জয় পাওয়া হলো না রোনালদোর পর্তুগালের। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছেন পর্তুগিজরা। করোনা শুরুর পর স্পেনে প্রথমবার আন্তর্জাতিক কোনো ম্যাচ দেখার সুযোগ পান ১৫ হাজার দর্শক।

পুরো ম্যাচে বলের দখল নিয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি স্পেন। যেখানে ম্যাচের অতিরিক্ত সময়ে মোরাতার একটি শট ক্রসবারে লেগে না ফিরে আসলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত স্প্যানিশরা। যদিও ইউরোর সাবেক ও বর্তমান চ্যাম্পিয়নের রোমাঞ্চ ছড়ানো ম্যাচের লড়াই শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে।

যদিও ম্যাচের ২৩ মিনিটে হেডে বল জালে জড়ান পর্তুগালের জোসে ফন্তে। কিন্তু প্রতিপক্ষের পাউ তোরেসকে ফাউল করলে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ৩৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্পেনের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি সি আর সেভেন।

আগামী ১৫ জুন হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর মিশন শুরু করবে পর্তুগাল। এর আগে ৯ জুন ইসরায়েলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগিজরা। অন্যদিকে, মঙ্গলবার শেষ প্রস্তুতি ম্যাচে স্পেনের প্রতিপক্ষ লিথুনিয়া।

এএন/০৭