খেলা ডেস্ক
জুন ০৫, ২০২১
০২:১৭ অপরাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২১
০২:১৭ অপরাহ্ন
চেক রিপাবলিককে ৪-০ গোলে হারিয়ে ইউরোর প্রস্তুতি সারল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। চিরো ইম্মোবিলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নিকোলো বারেল্লা। দ্বিতীয়ার্ধে লরেন্সো ইনসিনিয়ে ব্যবধান বাড়ানোর পর বদলি নেমে জালের দেখা পান দোমেনিকো বেরার্দি। টানা আট জয় দিয়ে ইউরোয় খেলতে যাচ্ছে ইতালি। গত শুক্রবার আগের ম্যাচে স্যান ম্যারিনোকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি।
আগামী শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ইতালি। এই দুই দলের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ওয়েলস ও সুইজারল্যান্ড।
ইউরোপ সেরার মঞ্চে আগামী ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে চেক রিপাবলিক। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড।
এএন/০৯