ক্রীড়া প্রতিবেদক
জুন ০৬, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন
ইউরোপিয়ান ফুটবলের যুব চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ রবিবার। অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে সাবেক দুইবারের চ্যাম্পিয়ন জার্মানি ও সাবেক দুইবারের রানারআপ পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১টায়
স্লোভেনিয়ার রাজধানী লুবলজানায় স্টোইস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টের ইতিহাসে পর্তুগালের এটি তৃতীয় ফাইনাল। আর জার্মানির টানা তৃতীয়সহ চতুর্থ ফাইনাল। ২০১৭ সালের ফাইনালে স্পেনকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা জয় করে জার্মানি। ২০০৯ সালে তারা টুর্নামেন্টে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৯ সালের ফাইনালে আগেরবারের প্রতিপক্ষ স্পেনের কাছে শিরোপা হারায় দলটি। ফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ডেনমার্ককে ও সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারায় জার্মানি।
অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুইবার খেললেও শিরোপা জেতা হয়নি পর্তুগালের। ১৯৯৪ সালে ফ্রান্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে অতিরিক্ত সময়ে একমাত্র গোলে স্পেনের কাছে হারে পর্তুগাল। সবশেষ ২০১৫ সালে চেক রিপাবলিকে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলে দলটি। টাইব্রেকারে সুইডেনের কাছে হেরে শিরোপাবঞ্চিত থাকে পর্তুগাল। ফাইনালের ওঠার পথে টুর্নামেন্টের সর্বাধিক ৫বারের চ্যাম্পিয়ন ইতালি (কোয়ার্টার ফাইনাল) ও স্পেনকে (সেমিফাইনাল) হারায় দলটি।
আগের দুইবারের ব্যর্থতা কাটিয়ে এবার শিরোপা জয়ের প্রত্যয় পর্তুগালের। এই টুর্নামেন্টে জার্মানির বিপক্ষে অতীত রেকর্ডও পর্তুগালের পক্ষে। এর আগে এই টুর্নামেন্টে ২০১৫ সালের সেমিফাইনালে জার্মানিকে ৫-০ গোলে, ২০০৬ সালে গ্রুপপর্বে ১-০ গোলে ও আগেরবার ২০০৪ সালে গ্রুপপর্বে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় পর্তুগালকে হারাতে পারেনি জার্মানি। দেখা যাক এবার চ্যাম্পিয়ন হয় কারা। জার্মানি তৃতীয় না পর্তুগাল প্রথম শিরোপা ঘরে তুলে তা জানা যাবে ম্যাচ শেষে।
এএন/০৬