মৌসুম সেরা ফুটবলার ডিয়াস, কোচ গার্দিওলা

খেলা ডেস্ক


জুন ০৬, ২০২১
০৩:১৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২১
০৩:১৮ অপরাহ্ন



মৌসুম সেরা ফুটবলার ডিয়াস, কোচ গার্দিওলা
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল


ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এবার ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ হলো ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। ইপিএলের ২০২০-২১ মৌসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন এই স্প্যানিশ। গেলো চার মৌসুমে তৃতীয়বারের মতো সেরা কোচ হয়েছেন গার্দিওলা। 

চ্যাম্পিয়ন দলের ডিফেন্ডার রুবেন ডিয়াস হয়েছেন মৌসুমের সেরা ফুটবলার। লিগ সেরার লড়াইয়ে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস, অ্যাস্টন ভিলার অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাক গিয়ালিশ ও লিভারপুল তারকা মোহামেদ সালাহ। তবে সবাইকে টেক্কা দিয়ে সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ডিয়াস।

৬৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে গত মৌসুমে বেনফিকা থেকে সিটিতে যোগ দেন ডিয়াস। ইপিএলে নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেন ২৪ বছর বয়সী এই পর্তুগিজ সেন্টারব্যাক। ম্যানসিটির সাফল্যে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইংল্যান্ডে নিজের অভিষেক মৌসুমে তিনি খেলেছেন ৫০টি ম্যাচ। জিতেছেন প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপ শিরোপা। চেলসির কাছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা খোয়ালেও ইপিএলের বর্ষসেরা ফুটবলার হয়েছে ২৪ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার। ২০০৭-০৮ মৌসুমে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন ইপিএলের সেরা ফুটবলারের খেতাব। 

এএন/০৮